27 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মায়ানমারে যুদ্ধবিরতির তৎপরতা: আসিয়ানের উদ্যোগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ান সোমবার মালয়েশিয়ার প্রাক্তন বিদেশ সচিব ওথমান হাসিমকে ‘মায়ানমার বিষয়ক বিশেষ দূত’ হিসেবে নিযুক্ত করেছে।

থমান হাসিমকে ‘মায়ানমার বিষয়ক বিশেষ দূত’

মায়ানমারে গৃহযুদ্ধ থামানোর জন্য আসিয়ান সম্প্রতি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২১ সালে মায়ানমারের সেনা গণতান্ত্রিক সরকার উৎখাত করে সামরিক শাসন প্রতিষ্ঠা করে। এর পর থেকেই দেশটিতে সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলির সাথে তীব্র সংঘর্ষ চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলি যেমন ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’, ‘আরাকান আর্মি’ এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ একত্রিত হয়ে ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়ন্স’ নামে একটি নতুন জোট গঠন করে, যা ‘অপারেশন ১০২৭’ নামে জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। পরে, আরও বেশ কিছু গোষ্ঠী যেমন ‘চিন ন্যাশনাল আর্মি’, ‘কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স’ এবং ‘পিপলস ডিফেন্স ফোর্স’ এই যুদ্ধে যোগ দেয়।

একত্রিত হয়ে ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়ন্স

এখন, আসিয়ান মায়ানমারের পরিস্থিতি নিয়ে তৎপরতা শুরু করেছে। আসিয়ান মালয়েশিয়ার প্রাক্তন বিদেশ সচিব ওথমান হাসিমকে মায়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিযুক্ত করেছে। এই উদ্যোগের মাধ্যমে আসিয়ান শান্তিপ্রক্রিয়া চালু করার চেষ্টা করছে। তবে, প্রশ্ন হলো, বিদ্রোহী গোষ্ঠীগুলি শান্তির প্রতি কতটা প্রস্তুত এবং জুন্টা সরকার কতোটা সহযোগিতা করবে। চীন প্রাথমিকভাবে জুন্টাকে সামরিক সহায়তা দিয়েছিল, কিন্তু যুদ্ধবিরতির চেষ্টাগুলি সফল হয়নি। এখন আসিয়ান উদ্যোগে শান্তির আশা করা হচ্ছে, তবে পরিস্থিতি অত্যন্ত জটিল হওয়ায় সাফল্য নিশ্চিত নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...