Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
আলিয়া ভাটের বলিউড যাত্রায় করণ জোহরের অবদান নিয়ে বহুদিন ধরেই নানা আলোচনা চলছে। এবার সেই প্রসঙ্গে মজার ছলে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।
নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ামিকাকে প্রশ্ন করা হয়, আলিয়ার কাছ থেকে যদি কিছু ‘চুরি’ করতে হয়, তাহলে কী নেবেন? হেসে তিনি বলেন, “আমি করণ জোহরকেই চুরি করব। কারণ করণই আলিয়ার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম।”
তিনি আরও বলেন, “জীবনে এমন একজন দরকার, যিনি সব সময় সব পরিস্থিতিতে পাশে থাকেন। করণ জোহর তেমনই একজন মানুষ আলিয়ার জীবনে।”
ওয়ামিকার এই বক্তব্য বলিউডপাড়ায় নতুন করে আলোড়ন তুলেছে। অনেকেই এর সঙ্গে স্মরণ করছেন ঐশ্বরিয়া রাইয়ের একটি পুরোনো সাক্ষাৎকার, যেখানে তিনিও করণের ‘পক্ষপাত’ নিয়ে মন্তব্য করেছিলেন।
সাক্ষাৎকারে ওয়ামিকা আরও মজার ছলে বলেন, “আমি অনন্যা পান্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের শক্তি আর শাহরুখ খানের উত্তরাধিকার—সবই চুরি করতে চাই!”
তবে এমন খোলামেলা মন্তব্যে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলছেন, আলিয়া হয়তো এতে কিছুটা অস্বস্তি বোধ করবেন। আবার অনেকেই মনে করেন, করণ না থাকলেও, মহেশ ভাটের কন্যা হিসেবে বলিউডে আলিয়ার উত্থান ঠেকানো কঠিন ছিল।
সব মিলিয়ে, ওয়ামিকার এই বক্তব্যে আবারও সামনে এলো বলিউডে নেপোটিজম বিতর্কের পুরোনো আলোচনাগুলো।