31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

পর্দায় ফিরছে সুশান্তের প্রেমকাহিনি, চিত্রনাট্য লিখছেন রুমি জাফরি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন  ডেস্কঃ

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অকালপ্রয়াণের পাঁচ বছর কেটে গেছে। তবে অনুরাগীদের মনে আজও অমলিন তিনি। এবার রুপালি পর্দায় ফিরতে চলেছেন সুশান্ত—তাঁর জীবনের গল্পে, প্রেমের স্মৃতিতে। এমনটাই জানিয়েছেন বলিউডের খ্যাতিমান পরিচালক ও চিত্রনাট্যকার রুমি জাফরি।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রুমি জানান, সুশান্ত ও তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর প্রেমকাহিনি নিয়েই তৈরি হচ্ছে চিত্রনাট্য। তাঁর ভাষায়, “সুশান্তের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দময়। ওর প্রাণবন্ততা, উচ্ছ্বাস—সবকিছু আজও চোখে ভাসে। রিয়া ওর পাশে সব সময় ছিল, ওদের সম্পর্ক ছিল গভীর ও তীব্র। সেই প্রেম আমি পর্দায় তুলে ধরতে চাই।”

২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয় গোটা ভারতে। সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকেই রিয়া-সুশান্ত সম্পর্ক ছিল সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে।

রুমি আরও জানান, এই বায়োপিকে প্রয়াত সুশান্তের চরিত্রে তিনি কাস্ট করতে চান ‘জিগরা’ ছবির নবাগত অভিনেতা বেদাঙ্গ রায়নাকে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে রুমি আশাবাদী—সব ঠিক থাকলে শিগগিরই শুরু হবে ছবির কাজ।

সুশান্তের অনুরাগীদের কাছে এই ছবি হতে পারে আবেগে গড়া আরেকটি বিদায়ী শ্রদ্ধা। সিনেমায় ফিরতে চলেছে এক অসমাপ্ত গল্প—ভালোবাসা, যন্ত্রণা আর স্মৃতিতে মোড়া।

- Advertisement -spot_img
সর্বশেষ

একটি ফিল্টার বসানোর পেছনে সংশ্লিষ্টদের অনেক পরিশ্রম, সময় ও খরচ জড়িয়ে থাকে : মেফতাহুল মারুফ

খবরের দেশ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থাপন করা পানির ফিল্টার ভাঙচুর করে...