30.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

ট্রাম্পের অসন্তোষে যুক্তরাষ্ট্রে শঙ্কা, স্থিতিশীলতার খোঁজে ইউরোপমুখী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ইউরোপে ঝুঁকছেন। লাক্সেমবার্গ ভিত্তিক হাইড্রোজেন কোম্পানি এইচ২এপেক্সের সিইও পিটার রোয়েসনার জানান, ইউরোপীয় বাজারে বিনিয়োগের প্রবণতা বাড়ছে কারণ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিগত পরিবর্তনগুলো প্রায়শই বাজারকে অস্থির করছে।

ট্রাম্পের ট্যারিফ হুমকি এবং নির্বাহী আদেশের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ইউরোপীয় অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

জার্মানির ডেকা ফান্ডের প্রধান ক্রিস্টোফ ভিতজকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের আগে একটি স্থিতিশীল ও পুঁজিবাজার বান্ধব পরিবেশ ছিল, এখন সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ বেড়েছে, যা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করছে।”

২০২৫ সালের প্রথম চার মাসে জার্মানিতে বিদেশি সরাসরি বিনিয়োগ দ্বিগুণের বেশি বেড়ে ৪৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা ইউরোপের প্রতি বিনিয়োগের আস্থা প্রকাশ করে। একই সময়ে, জার্মান কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইউরোপকে দ্রুত ও ধারাবাহিকভাবে তার বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, নাহলে এই সুযোগ আবার হাতছাড়া হতে পারে।

ডয়চে ব্যাংকের সিইও ক্রিশ্চিয়ান সিউইং বলেছেন, “বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে স্থিতিশীল পরিস্থিতি দেখতে চায়। বর্তমান বিশ্ব পরিস্থিতি এদের নজর কেড়েছে।”

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ট্রাম্পের ‘বড়, সুন্দর’ বিলের প্রস্তাবই বাড়াবে মার্কিন ট্রেজারি বন্ডের ঝুঁকি

  আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সিনেটে ট্রাম্প প্রশাসনের ‘বড়, সুন্দর’ করছাড় ও ব্যয় বাড়ানোর বিল পাশের প্রক্রিয়ায় থাকায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে মার্কিন...