Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ-টু-আপিল আবেদনের শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই দিন ধার্য করেন।
আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ মামলাটির দ্রুত শুনানির আবেদন জানালে আদালত তা বিবেচনা করে দিন নির্ধারণ করেন।
এর আগে, গত ১৩ জানুয়ারি হাইকোর্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথকে বৈধ ঘোষণা করে রায় দেন এবং মহসিন রশিদের করা রিট আবেদন খারিজ করে দেন।
হাইকোর্ট তার পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করে, রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ বলেন, এই সরকার আইনি ভিত্তি এবং জনগণের ইচ্ছার প্রতিফলন বহন করে।
রায়ে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, তা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। হাইকোর্ট রিটটিকে উদ্দেশ্যপ্রণোদিত, বিদ্বেষপূর্ণ ও হয়রানিমূলক বলে আখ্যায়িত করে।
এই রায়ের বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি লিভ-টু-আপিল আবেদন করেন অ্যাডভোকেট মহসিন রশিদ, যা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়।