30.7 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫

আগামী তিন বছরে অর্ধমিলিয়ন নন-ইইউ কর্মীকে ভিসা দেবে ইতালি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইতালি সরকার ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের প্রায় পাঁচ লাখ কর্মীকে কাজের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক মন্ত্রিসভার বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দেশটির ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৫ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন নন-ইইউ নাগরিককে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ধাপে ধাপে এই সংখ্যা ২০২৮ সালের মধ্যে পৌঁছাবে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতায় আসার পর এটি দ্বিতীয়বারের মতো বড় পরিসরে বৈধ অভিবাসন অনুমোদনের উদ্যোগ। এর আগে ২০২৩ থেকে ২০২৫ সময়ের মধ্যে ইতালি ৪ লাখ ৫০ হাজারের বেশি অভিবাসীকে কাজের অনুমতি দেওয়ার ঘোষণা দেয়।

এদিকে, বৈধ অভিবাসনকে স্বাগত জানালেও মেলোনি সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে দেওয়া ও ভূমধ্যসাগরে উদ্ধারকাজ চালানো এনজিওগুলোর কার্যক্রম সীমিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়, “কোটা নির্ধারণ করা হয়েছে সামাজিক অংশীদারদের চাহিদা এবং পূর্ববর্তী বছরের বাস্তব কর্মসংস্থান আবেদন বিবেচনায় রেখে, যাতে একটি বাস্তবসম্মত ও ব্যবসা-বান্ধব পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।”

ইতালির জনসংখ্যা হ্রাস এবং জন্মহার কমে যাওয়ায় শ্রমবাজারে ব্যাপক সংকট তৈরি হয়েছে। ২০২৪ সালে দেশটিতে জন্মের চেয়ে প্রায় ২ লাখ ৮১ হাজার বেশি মৃত্যু হয়েছে এবং মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৯ লাখে—যা গত এক দশকের পতন ধারা অব্যাহত রাখছে।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, স্থায়ী শান্তির প্রতিশ্রুতি ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...