32.9 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া বনকেশর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক চকপাড়া বনকেশর গ্রামের জানে আলমের পুত্র জুবায়ের হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন জুবায়ের হোসেন। মাঝে মাঝে পুকুরে গোসল করতে নামলে তার মৃগী রোগ ওঠত। আজ সকালে তার লাশ পুকুরে ভাসতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে তার পুকুরে নেমে যাওয়ার সময় কেউ দেখতে পাননি। পরে ভেসে উঠা লাশ দেখে প্রতিবেশীরা তার পরিবারের সদস্যদের জানায়।

পরিবারের সদস্যরা এসে জুবায়ের হোসেনের লাশ শনাক্ত করেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়, এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া কনটেন্ট

বিনোদন ডেস্কঃ  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু বিতর্কিত ছবি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের বলে দাবি করে প্রচার করা হলেও, বাস্তবে...