Your Ads Here 100x100 |
---|
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে নতুন করে কোনও ধরনের কর আরোপ করা হয়নি।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, হিসাব সহকারী হাবিবা খাতুন, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফসহ স্থানীয় বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী।
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা এবং উন্নয়ন আয় ২৪ কোটি ৫০ লাখ টাকা। মোট আয় ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা, এর মধ্যে রাজস্ব ব্যয় ২ কোটি ৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৪ কোটি ৫০ লাখ টাকা।
পৌর প্রশাসক অমিত রায় বলেন, “এ বাজেটে জনগণের ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি। হিলি স্থলবন্দরসহ পৌরসভার বিভিন্ন সমস্যা, যেমন: জলাবদ্ধতা, রাস্তাঘাট, ড্রেন ও ফুটপাত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”