Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্থানীয় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের ঘনিষ্ঠ নুরে আলম, শাহজাহান ও খলিল মহাজনসহ এক ভূমিদস্যু চক্র এই জমি দখল করে রেখেছে।
সূত্র জানায়, চর রতনপুর মৌজার জে.এল. নং ৭২-এর ২৬৮ ও ২০৯৬ নং দাগভুক্ত ১৭ শতক জমি বৈধভাবে ক্রয় করে মালিকানা পান রোকেয়া বেগম। বিএস খতিয়ানেও জমিটির মালিক হিসেবে তার নাম রয়েছে। তবে অভিযুক্তরা রাজনৈতিক দাপট দেখিয়ে জমিটি দখল করে নেয় এবং বারবার আলোচনার আহ্বান উপেক্ষা করে আসছে। জমিতে প্রবেশ করতে গেলে রোকেয়া ও তার পরিবারকে হুমকি, এমনকি হামলার ভয়ও দেখানো হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, ২০২২ সালের ১০ জানুয়ারি ভোলা মডেল থানায় লিখিত অভিযোগ করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশকে ‘ম্যানেজ’ করে ফেলে ভূমিদস্যুরা। স্থানীয়দের অভিযোগ, নুরে আলম দীর্ঘদিন ধরেই বিভিন্নজনের জমি দখল করে রেখেছে। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও রহস্যজনক কারণে জমিগুলোর দখল এখনও তারই হাতে।
ভুক্তভোগী পরিবার জমি ফিরে পেতে প্রশাসনের, নৌবাহিনী ও কোস্টগার্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।