32 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

নভিডিয়া জুনে বাজার মূল্য শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নভিডিয়া জুনে বিশ্বের শীর্ষস্থানীয় মূল্যায়িত কোম্পানি হিসেবে অবস্থান পুনরুদ্ধার করেছে। রায়টার্সের খবরে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে নেতৃত্ব এবং এআই চিপের চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় নভিডিয়ার শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে।

জুন শেষে নভিডিয়ার বাজার মূলধন ছিল ৩.৮৬ ট্রিলিয়ন ডলার, যা মাইক্রোসফটের ৩.৬৯ ট্রিলিয়ন ডলারের চেয়ে প্রায় ৪.৩ শতাংশ বেশি। তবে, ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাপলের ৩.৯২ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বাজার মূলধন এখনও নভিডিয়া ছাড়িয়ে যেতে পারেনি। তখন অ্যাপল ছিল বিশ্বের সবচেয়ে মূল্যায়িত প্রতিষ্ঠান।

অন্যদিকে, মেটা প্ল্যাটফর্মস, ব্রডকম ও অ্যামাজনের বাজার মূল্য গত মাসে যথাক্রমে ১৪%, ১৩.৯% ও ৭% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৮৬ ট্রিলিয়ন, ১.৩ ট্রিলিয়ন এবং ২.৩৩ ট্রিলিয়ন ডলারে।

তবে টেসলার বাজার মূল্য ৮.৩ শতাংশ কমে ১.০২ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। কোম্পানির সিইও এলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবাদের কারণে মনোবল কমেছে বলে মনে করা হচ্ছে।

ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেন, “এই গ্রীষ্মে নভিডিয়া ও মাইক্রোসফট উভয়ই ৪ ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে এবং পরবর্তী ১৮ মাসে লক্ষ্য থাকবে ৫ ট্রিলিয়ন ডলারের ক্লাবে যাওয়া। কারণ, প্রযুক্তি বুলিশ মার্কেট এখনও শুরুতেই রয়েছে এবং AI বিপ্লব এটির নেতৃত্ব দিচ্ছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আইওয়ায় ট্রাম্পের সফর: কৃষকদের আশ্বাস ও ২৫০ বছর পূর্তির সূচনা

  আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর জাতীয় উদযাপন শুরু করতে আইওয়া সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার...