28.9 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

ডিডির মামলায় র‌্যাকার্টারিং অভিযোগে মতবিরোধ, জুরি পুনরায় বিচার-বিবেচনা শুরু করবে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সঙ্গীত জগতের সুপরিচিত ব্যক্তিত্ব শোন ‘ডিডি’ কোম্বসের বিরুদ্ধে যৌনপল্লী দাসত্ব মামলায় জুরি চারটি অভিযোগে রায় দিলেও একটি র‌্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের অভিযোগে মতবিরোধ থাকায় বুধবার পুনরায় ডেলিবারেশন শুরু করবে।

মানহাটনের ফেডারেল আদালতে বিচারক অরুণ সুব্রামনিয়ান মঙ্গলবার জানান, যৌনপল্লী দাসত্ব এবং বাণিজ্যিক যৌনপল্লী গঠনের চারটি অভিযোগে রায় ঘোষণা করা হয়েছে, তবে র‌্যাকেটিয়ারিং অভিযোগে জুরি একমত হতে পারেনি। রায় এখনও প্রকাশ করা হয়নি।

৫৫ বছর বয়সী কোম্বস সব অভিযোগ অস্বীকার করেছেন। যৌনপল্লী দাসত্বে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ১৫ বছর কারাদণ্ডের মুখে পড়তে পারেন। র‌্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে আজীবন কারাদণ্ডও হতে পারে।

সাত সপ্তাহের দীর্ঘ বিচারকালে প্রসিকিউটররা দাবি করেছেন, কোম্বস তার ব্যবসায়িক সাম্রাজ্য ব্যবহার করে দুই প্রাক্তন প্রেমিকাকে মাদকাসক্ত ও যৌনকর্মীদের সঙ্গে যৌন প্রদর্শনীতে বাধ্য করেছেন। দুই ভুক্তভোগী জানিয়েছেন, কোম্বস তাদের প্রতি সহিংসতা চালিয়েছেন এবং অর্থায়ন বন্ধ বা যৌন ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছেন।

প্রতিরক্ষা পক্ষ বলেন, এসব যৌন কার্যকলাপ ছিল সম্মতিপূর্ণ এবং কোম্বস তার ব্যক্তিগত ও পেশাদার জীবন আলাদা রেখেছেন।

জুরিদের মতবিরোধ হার্ভে ওয়াইনস্টাইনের যৌনদ্রোহ মামলার স্মৃতিকে মনে করিয়ে দেয়, যেখানে পাঁচ দিনের ডেলিবারেশন শেষে আংশিক রায় দেওয়া হয়েছিল।

কোম্বসকে ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রুকলিনের ফেডারেল কারাগারে আটক করা হয়েছে। বিচার এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

খবরের দেশ ডেস্ক : মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।...