26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

গণঅভ্যুত্থান স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস. এম. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

২০২৫ সালের ২৫ জুন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এ উপলক্ষে একটি ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা কমিটির আহ্বায়ক এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পান।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: মসজিদ ও মন্দিরে শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনা, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, ডকুমেন্টারি প্রদর্শন, কালো ব্যাজ ধারণ, ত্রিশালের শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত, ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান, ‘জুলাই ৩৬ কর্নার’ উদ্বোধন, গ্রাফিতি অঙ্কন, আন্তর্জাতিক সংহতির প্রদর্শনী, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি ৫ আগস্ট শহিদদের স্মরণে দোয়া, বিজয় র‍্যালি, আলোচনা সভা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে কর্মসূচির সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

নিজের নামে সুগন্ধি এনে বিতর্কে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে। এবার নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...