31.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

ট্রাম্পের কর-বিল নিয়ে কংগ্রেসে উত্তেজনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল করছাড় ও ব্যয়সংক্রান্ত বিল এক ধাপ এগিয়ে গেল। বৃহস্পতিবার ভোরে দীর্ঘ রাতের অধিবেশন শেষে বিলটির বিতর্ক পর্বে প্রবেশ করতে ভোটাভুটিতে ২১৯-২১৩ ব্যবধানে পাস হয়।

এই বিলটিকে ঘিরে রিপাবলিকানদের মধ্যেই বিভাজন ছিল। কারণ এটি জাতীয় ঋণ $৩.৪ ট্রিলিয়ন বাড়াবে এবং মেডিকেইডসহ সামাজিক খাতে বড় ধরনের ছাঁটাই করবে।

বিরোধী দল ডেমোক্র্যাটরা এই বিলের তীব্র সমালোচনা করেছেন। প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট হাকিম জেফ্রিস বলেন, “এই একটি বিশাল, কদর্য বিল ধনীদের উপকারে ব্যবহৃত হচ্ছে, সাধারণ মানুষের জীবনে উন্নতি আনবে না।”

তিনি বলেন, ট্রাম্প যাকে ডাকছেন ‘One Big Beautiful Bill’ — আসলে তা “একটি জঘন্য বাজেট পরিকল্পনা”।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যা ২২০, ডেমোক্র্যাটদের ২১২। তাই বিলটি পাস করাতে রিপাবলিকানদের তিনজনের বেশি ভিন্নমত পোষণ করার সুযোগ নেই।

হাউস স্পিকার মাইক জনসন জানান, বিলটি নিয়ে সদস্যদের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও রাতভর ফোন করে সমর্থন জোগাড় করেছেন।

সেনেট ইতোমধ্যে বিলটি এক ভোটের ব্যবধানে পাস করেছে। তবে হাউসে যদি কোনো পরিবর্তন হয়, তা হলে আবার সেনেটে ভোট লাগবে—যা ট্রাম্পের ৪ জুলাইয়ের সময়সীমা পূরণ করা কঠিন করে তুলবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুতিনের সঙ্গে ফোনালাপে হতাশ ট্রাম্প, জেলেনস্কির সঙ্গে আজ কথা বলবেন

  আন্তর্জাতিক ডেস্কঃ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে “হতাশ” হয়েছেন।...