Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে ভালো চাকরি বৃদ্ধির তথ্য প্রকাশের পর ওয়াল স্ট্রিটে সূচকগুলো বৃহস্পতিবার বাজার খোলার আগে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। এতে শ্রমবাজারের স্থিতিশীলতা স্পষ্ট হয়েছে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বাজারে উদ্বেগ রয়েছে।
শ্রম বিভাগ জানায়, জুন মাসে ১ লাখ ৪৭ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে, যা মে মাসের সংশোধিত ১ লাখ ৪৪ হাজার থেকেও বেশি। অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন মাত্র ১ লাখ ১০ হাজার চাকরি বাড়বে। পাশাপাশি বেকারত্বের হার ৪.৩% হবার আশঙ্কা থাকলেও, তা কমে ৪.১%-এ দাঁড়িয়েছে।
Cetera ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ ব্রায়ান ক্লিমকে বলেন, “শ্রমবাজারের দৃঢ়তা ফেডারেল রিজার্ভকে আরও অপেক্ষা করার সুযোগ দিচ্ছে।”
এই তথ্যে বাজারে জুলাইয়ে সুদের হার কমার সম্ভাবনা অনেকটা নাকচ হয়ে গেছে। এখন সেপ্টেম্বর মাসে হার কমানোর সম্ভাবনা ৭২%, যা এক সপ্তাহ আগে ছিল ৭৪%।
অন্যদিকে, একটি আলাদা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বেকার সহায়তা চাওয়া মানুষের সংখ্যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বুধবার এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, মূলত প্রযুক্তি খাতে লেনদেন বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম বাণিজ্য চুক্তির কারণে।
পূর্ববাজারে Synopsys ও Cadence Design-এর শেয়ার যথাক্রমে ৩.৪% ও ৪.২% বেড়েছে। চীনে সফটওয়্যার রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই উন্নতি দেখা গেছে।
সূত্র: রয়টার্স