26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

বাংলা বিভাগের নবীনদের র‍্যাগিং, অভিযুক্তরা হাতেনাতে ধরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এবার র‍্যাগিংয়ের শিকার হয়েছে বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী নবীনদের ছাদে ডেকে নিয়ে র‍্যাগিং করে। বিষয়টি জানানো হলে প্রক্টরিয়াল বডি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হাতেনাতে ধরে। পরে উভয় ব্যাচের শিক্ষার্থীদের ডেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

র‍্যাগিংয়ের শিকার এক নবীন বলেন, “প্রথম দিনেই দুজন মেয়ে কাঁদতে কাঁদতে মানসিকভাবে ভেঙে পড়ে। নতুনদের সঙ্গে ভালো ব্যবহার করলে সম্পর্ক গড়ে ওঠে, অপমান করে নয়।”

অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, তারা কাউকে র‍্যাগ দেয়নি বরং পরিচয়ের জন্য নিয়ে গিয়েছিল। ক্লাসরুম খালি না থাকায় ছাদে বসে কথা বলছিল। তাদের খাবারও দেওয়া হয় বলে দাবি করে তারা। তবে প্রতিবেদকের কাছে থাকা অডিও-ভিডিও প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলেছে র‍্যাগিং।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি বলেন, “বিষয়টি প্রক্টরিয়াল বডি দেখছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ২ জুলাই মার্কেটিং বিভাগেও র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন না ধরলে ট্রাম্প রাগ করতে পারেন: মন্তব্য করে হাসালেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবার (৪ জুলাই) এক ফোনালাপ নির্ধারিত হয়েছিল, যা...