Your Ads Here 100x100 |
---|
জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুই সহকারী রেজিস্ট্রারকে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে এবং সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিদ্ধান্তটি গৃহীত হয়। সিন্ডিকেটের অনুমোদনের পর চূড়ান্তভাবে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান রেজিস্ট্রার।
জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৫ আগস্টের রাজনৈতিক উত্তাল পরিস্থিতির পর থেকেই দুই কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে, তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তবে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় প্রশাসন শাস্তিমূলক পদক্ষেপ নেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এই দুই কর্মকর্তারই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। মাহমুদুল আহসান লিমন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং জাকিবুল হাসান রনি ছিলেন সাবেক সভাপতি।