Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক :
বিএনপি ছাড়া অনেক দল, এমনকি সরকারও নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে। বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায়। বিএনপি বাদে অন্য যে দলগুলো আছে, জামায়াতে ইসলামী, এনসিপি অথবা ইসলামী যেসব দলগুলো আছে, সেসব দল যেমন নির্বাচন পেছাতে চায়, তেমনি সরকারও চায়।
‘বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, নির্বাচনের ব্যাপারে কী কথাটা বলেছেন জামাতের আমির? তিনি বলেছেন, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্যই আমরা সংস্কারের কথা বলেছি, মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।
এখন মৌলিক সংস্কার কাকে বলে? কী পর্যন্ত সংস্কার হলে সেটাকে মৌলিক সংস্কার বলা যাবে? এর কিন্তু কোনো ব্যাখ্যা নাই। যতটুকু সংস্কার হয়েছে, সেসবকে তিনি বলেছেন— ‘ভাসাভাসা সংস্কার’।এ ছাড়া পুলিশের মনোবল ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কীভাবে পিছিয়ে দেওয়া যায়, তার আলোচনা চলছে। সেই আলোচনাটা কারা তুলছে? সে আলোচনাটা তুলছে জামায়াতে ইসলামী, এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দল।
বিভিন্ন কৌশলে নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা চলছে উল্লেখ করে মাসুস কামাল বলেন, নির্বাচন তাড়াতাড়ি হওয়ার বিএনপির যে দাবি, সেই দাবির বিপক্ষে যেন সবাই উঠেপড়ে লেগেছে। দুদিন পরে সরকারই বলবে, নির্বাচনের কোনো পরিবেশ নেই।
নির্বাচনের পরিবেশ কীভাবে তৈরি হবে? পুলিশকে তো আপনি সক্রিয় করছেন না। সব মিলিয়ে নির্বাচন যত দেরিতে করা যায়, সেই পাঁয়তারা চলছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিকে কীসের নির্বাচন! এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী।