28.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

‘সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়ারা চরের দল’ — সালাহউদ্দিন আহমেদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলছে, তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছে, আর এখন বড় বড় কথা বলছে।’

শনিবার (৫ জুলাই) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। যারা আগে ১৪ দলের ব্যানারে আওয়ামী লীগের সঙ্গে ছিল, এখন তারাই সংস্কার কমিশনে এসে জ্ঞান দিচ্ছে।’

তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি জনগণের ম্যান্ডেট পেলে সংবিধানসহ সব ধরনের কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে।’

জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দ্বিমত থাকলেও, গণঅভ্যুত্থানের পক্ষের সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করি। তারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলছে, কিন্তু কী করলে তারা নির্বাচনে যাবে সেটি স্পষ্ট করছে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সংস্কার ও বিচারের নামে কেউ যদি দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, সেটি দুঃস্বপ্নেই পরিণত হবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধানমন্ত্রীর মুখপাত্র বরখাস্ত, নেতানিয়াহুর স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন

  আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরের ঠিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমের দোস্ত্রি...