Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
পবিত্র আশুরা উপলক্ষে বিশিষ্ট অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সবাইকে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আশুরা সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়, জুলুম-অবিচারের বিরুদ্ধে শক্তি ও সাহস জোগায়।
শনিবার এক বাণীতে ড. ইউনূস বলেন, ‘পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি রাসুল (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
তিনি বলেন, ‘ইসলাম একটি শান্তিপূর্ণ ও ন্যায়ের ধর্ম। এই আদর্শ সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার ইয়াজিদের সেনাবাহিনীর হাতে কারবালায় নির্মমভাবে শহীদ হন। এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
ড. ইউনূস আরও বলেন, ‘আশুরা শুধু কারবালার শোকগাঁথা নয়, বরং এটি ইসলামের ইতিহাসে এক ফজিলতপূর্ণ দিনও। হাদিসে বলা হয়েছে, রাসুল (সা.) এ দিন রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।’
তিনি বলেন, ‘সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পবিত্র আশুরার এই দিনে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও উন্নতির জন্য আমরা সবাই যেন দোয়া করি।’
ড. ইউনূস সবার প্রতি আল্লাহর নৈকট্য লাভে ইবাদত ও নেক আমলে মনোনিবেশ করার আহ্বান জানান।