Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরাইল ও ইরানের মধ্যে গত মাসে সংঘটিত ১২ দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হেনেছে। তবে, এই ক্ষয়ক্ষতির তথ্য ইসরাইল সরকার গোপন রেখেছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে, ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে।
ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর গোপনীয়তা বজায় রাখার জন্য, এসব আঘাতের বিস্তারিত বিবরণ প্রকাশ করা নিষিদ্ধ। কর্তৃপক্ষের দাবি, যদি এই তথ্য প্রকাশ করা হয়, তবে ইরান তার মিসাইলগুলো আরও কার্যকরীভাবে ক্যালিব্রেট করতে পারবে।
সামরিক ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেল নোফ বিমান ঘাঁটি, গ্লিলট গোয়েন্দা ঘাঁটি এবং জিপ্পোরিট অস্ত্র উৎপাদন কেন্দ্র। রকেট হামলায় প্রায় ২৮ জন নিহত এবং ২৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩৬টি মিসাইল ইসরাইলের ভেতরে আঘাত হানে, যার ফলে ১৩,০০০-এর বেশি ইসরাইলি বাস্তুহীন হয়ে পড়েন।
তবে, ইসরাইলি বাহিনীর তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আইডিএফ বলেছে, তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে ছিল, তবে যুদ্ধের প্রথম দিনগুলিতে মিসাইল প্রতিরোধের সাফল্যের হার কমে যায়।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরান সম্ভবত উন্নত প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে, যার ফলে সেগুলো প্রতিরোধ করা কঠিন ছিল।