27.6 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা: মির্জা ফখরুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তিনি বলেন, ‘‘ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও প্রস্তাব দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সংস্কারের কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে।’’

রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে। তবে বাস্তবতা হলো—জনগণ তা বিশ্বাস করছে না। শহুরে কিছু মানুষের বক্তব্য দিয়ে দেশের জনগণের মানসিকতা বোঝা যায় না।’’

বিএনপির সংস্কার প্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দলের প্রশ্নের প্রতি তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার যে প্রস্তাব এসেছে, বিএনপি তা সমর্থন করে না।’’

মির্জা ফখরুল আরও বলেন, ‘‘নিত্যনতুন প্রস্তাব যদি জনগণের স্বার্থে আসে, তাহলে জনগণই তা গ্রহণ করবে। তবে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে এসেছে, তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি—জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...