- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নতুন সরকার এসেছে আজকে অলমোস্ট দশ মাস পেরিয়ে গেছে। কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। রাজনীতিতে যখন ক্ল্যারিটি না থাকে, তখন অনেক গুজব আমরা চারপাশে শুনতে পাই। অনেক ইউটিউব চ্যানেল, টক শোগুলোতে শোনা যাচ্ছে নির্বাচন না-ও হতে পারে।কিংবা ডিসেম্বরে না হলে নির্বাচন হবে না।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার পরে তিনি আবার এপ্রিলের কথা বলেছেন। পরে লন্ডন থেকে ফিরে এসে আবার ফেব্রুয়ারির কথা বলেছেন।
অর্থাৎ আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে তিনটি ডেট পেয়েছি। এদিকে ফেব্রুয়ারি বলারও এক মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত সিইসির সঙ্গে তার কী নিয়ে বৈঠক হয়েছে সেটাও জানি না।’
‘রাজনৈতিক দল, কর্মী, নেতা, ভোটাররাসহ সর্বোপরি দেশের মানুষ আশা করেছিল— দুজনে যখন ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন তখন হয়তো নির্বাচনের তারিখ আমরা পাব।
অথচ এসব ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।’
জামায়াতের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘জামায়াতও নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। কখনো বলেছে উপযুক্ত পরিবেশ নেই, কখনো বলেছে রমজানের আগে হলে ভালো হয়, কখনো বলেছে সংস্কার শেষ হওয়ার পর নির্বাচন হলে ভালো হয়। অর্থাৎ একেক সময় একেক রকম কথা।’