34 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

নির্বাচন রোজার আগে হতে পারে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোজার আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন,
“নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শেষ করতে হবে।
“নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৮ লাখ আইনশৃঙ্খলা সদস্য নিয়োজিত থাকবে,” বলেন শফিকুল আলম।

প্রসঙ্গত, আগামী নির্বাচনে বিশেষভাবে ১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা ভোটিং বুথের ব্যবস্থা করা হবে। তিনি বলেন,
“এটি একটি লজিস্টিক্যাল বিষয়, যাতে ঠিকভাবে বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা।”

এছাড়াও প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেখানে শান্তিপূর্ণ ভোটে সহায়তার জন্য পুলিশি পদক্ষেপ ও সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। শফিকুল আলম জানান,
“পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার এবং ভোটকেন্দ্রের সিসিটিভি মনিটরিং-এর প্রশিক্ষণ অবিলম্বে সম্পন্ন করতে হবে।”

তিনি আরও বলেন,
“জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ভোট প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারেন।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

এই ব্রিফিংয়ে দেশের পরবর্তী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘বিশ্বাস রাখুন’ বলে চলেছেন মুশতাক, মাঠে নেই টাইগারদের জবাব

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজে একের পর এক ব্যর্থতায় বাংলাদেশ দল যখন হোঁচট খাচ্ছে, ঠিক তখনই স্পিন কোচ মুশতাক আহমেদ দিয়েছেন...