Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা বৈঠক হলেও গাজায় শান্তি কিংবা যুদ্ধবিরতির কোনো কার্যকর ঘোষণা আসেনি। বিশ্বজুড়ে আলোচনার মুখ ছিল হোয়াইট হাউজ, যেখানে আশা করা হচ্ছিল যুদ্ধবিরতি বা বন্দি মুক্তির কোনো সমঝোতা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আলোচনাগুলো থেকে শুধু কূটনৈতিক সৌজন্যের বাইরে কিছুই বের হলো না।
বুধবার এএফপি জানিয়েছে, এক ঘণ্টার বেশি সময় ধরে চলা দ্বিতীয় দফা বৈঠক শেষে নেতানিয়াহু কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই হোয়াইট হাউজ ত্যাগ করেন। বৈঠকের আগে ট্রাম্প বলেন, ‘গাজার পরিস্থিতি একটি ট্র্যাজেডি, আমরা এর সমাধান চাই।’ তবে আলোচনার বিস্তারিত জানা না গেলেও, আল-জাজিরা জানিয়েছে, বৈঠকটি গোপন রাখা হয়েছিল।
মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে, তবে চুক্তি এখনও দূরে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলছেন, ‘আরও সময় লাগবে, যুদ্ধবিরতির আলোচনা দীর্ঘস্থায়ী হতে পারে।’
ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিদের স্থানান্তর ও নতুন ‘মানবিক শহর’ গঠনের পরিকল্পনা নিয়েছে। তবে যুদ্ধবিরতি আলোচনার মাঝেও হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৫৭ হাজার ৫৭৫ জন। আহত হয়েছে প্রায় ১ লাখ ৩৭ হাজার। শান্তির কোনো দেখা নেই এখনও।