30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ব্যক্তিগত ঋণের চাপে চীনের ব্যাংক, গ্রাহক খুঁজতেই হিমশিম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের ব্যাংকগুলো নতুন নির্দেশনা মেনেই গ্রাহক ঋণ বাড়ানোর চ্যালেঞ্জের মুখে পড়েছে। ব্যক্তিগত ঋণের ডিফল্ট বেড়ে যাওয়ায় এবং ভালো আর্থিক অবস্থায় থাকা বাড়ির মালিকদের ঋণ নিতে অনিচ্ছুক হওয়ায় ব্যাংকগুলো উপযুক্ত গ্রাহক খুঁজে পাচ্ছে না।

মার্চ থেকে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক নিয়ন্ত্রকরা ব্যাংকগুলোকে কম সুদে বেশি ঋণ দিতে বলেছে, যা আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাব কমাতে সাহায্য করবে। অনেক ব্যাংক প্রথমে ৩% এর নিচে সুদে ব্যক্তিগত ঋণ দিয়েছিল, কিন্তু লাভের মার্জিন কমে যাওয়ার কারণে পরে সুদের হার আবার বাড়ানো হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঋণের চাহিদা কম এবং বাড়ির মালিকদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় নতুন ঋণ বাড়ানো কঠিন হচ্ছে। বেতন কমে যাওয়া, উচ্চ আমেরিকান শুল্ক ও চাকরির নিরাপত্তাহীনতা বাড়তি উদ্বেগ সৃষ্টি করেছে।

চীনা কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ব্যক্তিগত ঋণ বৃদ্ধি ছিল ৬.১%, যা ২০২৪ সালের একই সময়ের ৮.৭% থেকে কম। ব্যাংকগুলোর মোট অকার্যকর ঋণের (NPL) হার স্থিতিশীল থাকলেও, ব্যক্তিগত ঋণের ডিফল্ট বেড়ে যাওয়ার খবর আসছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি ঋণ নয়, আয় বৃদ্ধির ওপর ভিত্তি করে অর্থনৈতিক পুনরুদ্ধার বেশি টেকসই হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বাড়ির মালিকরা সঞ্চয় বাড়াতে বেশি মনোযোগ দিচ্ছেন, ঋণ নেওয়ার পরিবর্তে।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...