29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

১৬ জুলাই শহীদ দিবস তবে ছুটি নয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

রকার আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ দিন কোনো সরকারি ছুটি থাকবে না। মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছে, ফলে সীমিত পরিসরে দিবসটি পালিত হবে।

গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ খ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, যেসব জাতীয় ও আন্তর্জাতিক দিবস সীমিত পরিসরে পালন করা হয়, তবে সেসব দিনে সরকারি ছুটি থাকে না। সাধারণত, এ ধরনের দিবসে সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকে এবং কর্মস্থলে থেকেই দিবসটি উপলক্ষে আলোচনা বা অন্যান্য কার্যক্রম আয়োজন করা হয়।

অন্যদিকে, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছে। ফলে এ দিন সরকারি ছুটি থাকবে।

পরিপত্রে আরও বলা হয়, দিবসদ্বয় যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

উল্লেখ্য, ‘ক’ শ্রেণির দিবসগুলোতে জাতীয় পর্যায়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজিত হয় এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠার স্মৃতি জাগায়’

  খবরের দেশ ডেস্কঃ ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং হত্যার পর লাশের ওপর নৃত্যের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন...