29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয়ে পরিদর্শন কালে তিনি এ কথা জানান

তিনি বলেন, বিচার প্রক্রিয়ার ধীরগতি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দায় নয়; “তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে না”—এরকম কোনো অভিযোগ ভিত্তিহীন। তবে “আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি, যেটা কমাতে হবে”, যোগ করেন উপদেষ্টা

তিনি আরও বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীকে অনুরোধ করেছেন, “কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়—তারা যথাযথ ব্যবস্থা নেবে”

কিছু অপকর্মে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর না হওয়ার অভিযোগের উত্তরে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেফতার করা হলো? কাঠমান্ডু ফ্লাইটে ফেরত আসা ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে…আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাই”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গিরনগর, জগন্নাথসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায় । আইন মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে পাঁচজন গ্রেফতার হয়েছে এবং স্পীডি ট্রায়াল ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হবে

- Advertisement -spot_img
সর্বশেষ

‘সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠার স্মৃতি জাগায়’

  খবরের দেশ ডেস্কঃ ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং হত্যার পর লাশের ওপর নৃত্যের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন...