29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

বোয়িংয়ের সঙ্গে কানাডিয়ান পরিবারের মামলা নিষ্পত্তি, ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

আমেরিকান বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং একটি কানাডিয়ান পরিবারের সঙ্গে মামলার নিষ্পত্তি করেছে। এই পরিবারটি ২০১৯ সালের মার্চে এথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান দুর্ঘটনায় তাদের স্ত্রী ও তিন সন্তান এবং শ্বশুরবাড়ির একজন সদস্যকে হারিয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন ৪১ বছর বয়সী পল নিওরোগের স্ত্রী ক্যারলিন এবং তাদের তিন শিশু – ৬ বছর বয়সী রায়ান, ৪ বছর বয়সী কেলি এবং নবমাসের রুবি।

মামলার শর্তাদি প্রকাশ করা হয়নি। আমেরিকার শিকাগো ফেডারেল কোর্টে সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল এই মামলার বিচার। এটি যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের বিরুদ্ধে দুটি প্রাণঘাতী ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনার জন্য প্রথম বিচারব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছিল, যেখানে মোট ৩৪৬ জন নিহত হয়েছিল।

বোয়িং ইতোমধ্যে এপ্রিল মাসে এথিওপিয়ান এয়ারলাইন্সের আরেক দুর্ঘটনার দুই শিকারীর পরিবারের সঙ্গে মামলার নিষ্পত্তি করেছিল। কোম্পানি এ সংক্রান্ত কোনো মন্তব্য করেনি।

দু’টি দুর্ঘটনার কারণে ২০ মাস ধরে বিশ্বজুড়ে বোয়িংয়ের সেরা বিক্রিত জেট বিমানটির উড়ান বন্ধ ছিল এবং বোয়িং প্রায় ২০ বিলিয়ন ডলারের ক্ষতি ভুগেছে।

পরবর্তী বিচার নভেম্বর মাসে শুরু হবে, যেখানে নিওরোগের আইনজীবী রবার্ট ক্লিফোর্ড আরও ছয় নিহতের পরিবারের পক্ষে মামলা পরিচালনা করবেন।

বোয়িং দুর্ঘটনাগুলোর সাথে সম্পর্কিত অধিকাংশ নাগরিক মামলা নিষ্পত্তি করেছে এবং বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দিয়েছে। এ ছাড়া ২০২৪ সালে তারা একটি প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করে জরিমানা প্রদান ও অন্যান্য শর্ত মেনে নেয়।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

‘সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠার স্মৃতি জাগায়’

  খবরের দেশ ডেস্কঃ ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং হত্যার পর লাশের ওপর নৃত্যের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন...