Your Ads Here 100x100 |
---|
কুবি প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতার হাতে এক ব্যবসায়ীর নৃশংস হত্যার ঘটনা ও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যেমন—
“মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে,”
“ভোলায় ধর্ষণ কেন? তারেক রহমান জবাব দে,”
“যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন,”
“আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই”।
বিক্ষোভকারীরা দ্রুত চাঁদাবাজি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকারের প্রতি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সদস্যসচিব মো. রাশেদুল হাসান বলেন, “৫ আগস্টের পর থেকে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আমরা যে রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলাম, তা এখনো পূরণ হয়নি। ইন্টারিম সরকার ব্যর্থ হয়েছে এবং যারা এখনো ক্ষমতায় আসেনি তারা নিজেদের সর্বোচ্চ মনে করছে। দেশের রাজনৈতিক অবস্থা খুবই উদ্বেগজনক।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, “মিটফোর্ডে প্রকাশ্যে একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। বিএনপির কিছু চাঁদাবাজকে আমরা সহ্য করব না। এই দেশের মানুষ প্রতিবাদের ক্ষমতা অর্জন করেছে এবং অবৈধ চাঁদাবাজদের কঠোর জবাব দেবে।”
উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতার নেতৃত্বে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়।