Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
স্ত্রী বারবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর শেষমেশ বিচ্ছেদ ঘটেছে। সেই বিচ্ছেদকে ‘স্বাধীনতা’ হিসেবে দেখে দুধ দিয়ে গোসল করে উদ্যাপন করেছেন স্বামী মানিক। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের নলবাড়ী জেলায়।
রোববার (১৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মানিক নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহে ভুগছিলেন। প্রতিবেশীদের ভাষ্য, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পরে দুজনই পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদের পর মানিকের দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির সামনে পলিথিন বিছিয়ে চারটি বালতিতে রাখা দুধ এক এক করে গায়ে ঢালছেন তিনি। একপর্যায়ে বলেন, ‘আজ আমি স্বাধীন। স্ত্রী বারবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য এত দিন চুপ ছিলাম। আইনজীবী গতকাল নিশ্চিত করেছেন, আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এই স্বাধীনতাকে উদ্যাপন করছি।’
স্থানীয়রা জানান, মানিকের স্ত্রী অন্তত দু’বার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে গিয়েছিলেন। পরে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ঘটনার পর থেকে মানিকের ভিডিও ঘিরে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি তার ব্যক্তিগত বিষয়, আবার কেউ একে ‘নাটকীয়তা’ বলেও মন্তব্য করছেন।