Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ এক বছরের শিশু আয়েশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত শুক্রবার ভোররাতে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার রাতে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আয়েশার বাবা রিপন (৬০ শতাংশ দগ্ধ), মা চাঁদনী (৪৫ শতাংশ), ভাই রোকন (৬০ শতাংশ) ও তামিম (৪২ শতাংশ) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, “শুক্রবার গভীর রাতে তারা সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরের গ্যাস লিকেজ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।”
তিনি আরও বলেন, “আমার ভাগনির ছোট মেয়েটা মারা গেছে। বাকিরাও মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা সবার জন্য দোয়া চাই।”