Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী তরুণী শার্লট সামার্স হঠাৎ করেই জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা—আর মাত্র ১৭ ঘণ্টা ২১ মিনিট পরই জন্ম দেন এক পুত্রসন্তান। সম্প্রতি টিকটকে নিজের জীবনের এই বিস্ময়কর অভিজ্ঞতা শেয়ার করে ভাইরাল হয়েছেন তিনি।
ভিডিওতে শার্লট জানান, গত কয়েক মাসে তার ওজন কিছুটা বেড়ে যায়, পোশাক আঁটসাঁট হয়ে পড়ে। তবে তিনি ধরেই নিয়েছিলেন এটি হয়তো সম্পর্কের স্বস্তিতে ও মানসিক চাপের কারণে স্বাভাবিক ওজন বৃদ্ধি। “তখনো আমি নতুন জামা কিনছিলাম। ভাবিনি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে,” বলেন শার্লট।
৬ জুন হজমের সমস্যার কারণে তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক সন্দেহের বশে গর্ভাবস্থা পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষার ফল পজিটিভ আসে এবং পরে নিশ্চিত হওয়া যায়, তিনি ৩৮ সপ্তাহ ৪ দিন অন্তঃসত্ত্বা। খবরটি শোনার পরই শার্লটসহ পরিবার হতবাক হয়ে পড়ে।
আলট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, তার প্লাসেন্টায় জটিলতা রয়েছে, তাই দ্রুত সন্তান প্রসব করাতে হবে। ওই দিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে, এবং ১৭ ঘণ্টার মধ্যেই জন্ম নেয় তার সন্তান।
হঠাৎ মা হওয়ার ধাক্কা সামলেও এখন আনন্দে ভাসছেন শার্লট। বলেন, “আমি মা হতে পেরে দারুণ খুশি। আমরা ভালো আছি, সন্তানকে নিয়ে সুখে আছি।”
চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের ঘটনাকে ‘ক্রিপটিক প্রেগনেন্সি’ বলা হয়। বিরল হলেও একেবারে অসম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা।