Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করতে ৪ হাজার ৬২ কোটি টাকার একটি বিশাল প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী ওয়াসা। পদ্মার পানি পরিশোধনের মাধ্যমে শহর ও আশপাশের এলাকাগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহই এ প্রকল্পের মূল লক্ষ্য।
চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের সহায়তায় বাস্তবায়নাধীন ‘রাজশাহী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ প্রকল্পটির কাজ ইতোমধ্যে ২০ শতাংশ অগ্রসর হয়েছে। শহর থেকে ২৬ কিলোমিটার দূরে গোদাগাড়ীর সারাংপুরে নির্মাণ হচ্ছে আধুনিক পানি পরিশোধনাগার।
প্রকল্প বাস্তবায়ন হলে প্রতিদিন সরবরাহ করা যাবে ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি। রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক পারভেজ মামুদ জানান, পরিশোধিত পানি ২৬ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্রাহকের ঘরে পৌঁছাবে।
বর্তমানে রাজশাহীতে প্রতিদিনের পানির চাহিদা ১৩ কোটি লিটার। এর মধ্যে ৯৮ কোটি লিটারই উত্তোলন করা হয় ভূগর্ভ থেকে, যা দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য ক্ষতিকর। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে উঠবে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলম সরকার বলেন, “এই প্রকল্প শুধু শহরের চাহিদা পূরণ করবে না, নওহাটা ও কাটাখালী পৌরসভাতেও সুপেয় পানি সরবরাহ সম্ভব হবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”