28.7 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫

পুতিনের বিষয়ে হতাশ হলেও হাল ছাড়েননি ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন, তবে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তার সাথে সম্পর্ক তিনি শেষ করেননি। গতকাল বিবিসির সাথে একান্ত ফোনালাপে ট্রাম্প এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্টকে যখন প্রশ্ন করা হয় যে তিনি পুতিনকে বিশ্বাস করেন কি না, তখন তিনি জানান, “আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।” এই মন্তব্যটি তার গত এক দশকব্যাপী রাজনৈতিক দৃশ্যপটে পুতিন এবং রাশিয়ার সাথে সম্পর্কের এক নতুন আলোকে আনে।

ট্রাম্পের মন্তব্য করার কিছু ঘণ্টা আগে, তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন এবং হুঁশিয়ারি দেন যে, যদি আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হয়, তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপ করবেন।

এছাড়াও, ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে বিবিসির সাথে সাক্ষাৎকারে ন্যাটোর প্রতি তার সমর্থন প্রকাশ করেন। তিনি একসময় ন্যাটোকে “অচল” বলে মন্তব্য করেছিলেন, তবে সম্প্রতি তার অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে।

এই সাক্ষাৎকারটি ট্রাম্পের বৈদেশিক নীতিতে তার নতুন দৃষ্টিভঙ্গি এবং রাশিয়া, ইউক্রেন, ন্যাটো ইত্যাদির সাথে যুক্ত সম্পর্কের ওপর নানা প্রশ্ন তুলেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রোজা, তুমি এবার তাড়াতাড়ি এসো: আনিস আলমগীর

খবরের দেশ ডেস্ক : সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর ৫ আগস্ট দিবসে মন্তব্য নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে...