28.9 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

ট্রাম্পের নতুন শুল্ক নীতি: ইন্দোনেশিয়ার রপ্তানিতে ১৯% শুল্ক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এ তথ্য জানান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টোর সঙ্গে আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হয়। ট্রাম্প জানান, চুক্তির আওতায় ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি (প্রাকৃতিক গ্যাস ও কয়লা), ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং বোয়িংয়ের ৫০টি যাত্রীবাহী বিমান কিনবে।

ট্রাম্প বলেন, এই চুক্তি ‘উভয় দেশের জন্যই লাভজনক’। তবে নতুন শুল্ক কার্যকরের তারিখ বা পণ্যের ক্রয় প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি।
তিনি সতর্ক করে বলেন, তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানির চেষ্টা করলে আরও বেশি শুল্ক আরোপ করা হবে।

অন্যদিকে, ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানান ট্রাম্প। অবৈধ পণ্য প্রবাহ ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ট্রাম্প আরও জানান, ছোট দেশগুলোর জন্যও ১০ শতাংশের বেশি শুল্ক নির্ধারণ করা হবে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কোরিয়াসহ ২০টির বেশি দেশকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এপ্রিল মাসে ঘোষিত ৯০ দিনের মধ্যে ৯০টি চুক্তির লক্ষ্যমাত্রা পূরণে ট্রাম্প প্রশাসন এখনও পিছিয়ে রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারিতে ৮ বিলিয়ন ডলারের মামলা, সমঝোতায় মেটা ও জাকারবার্গ

প্রযুক্তি ডেস্কঃ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মার্ক জাকারবার্গসহ মেটার বর্তমান ও সাবেক পরিচালকদের বিরুদ্ধে করা ৮ বিলিয়ন ডলারের...