Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে স্পষ্ট পূর্বশর্ত পূরণ করার কথা বলেছে ইরান। দেশটির পার্লামেন্ট বুধবার (১৬ জুলাই) জানিয়েছে, পূর্বশর্ত ছাড়া এবং তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় বসবে না তেহরান।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ পার্লামেন্ট সদস্যদের উদ্ধৃত করে জানায়, “যখন যুক্তরাষ্ট্র আলোচনাকে ইরানকে প্রতারণা করার এবং ইহুদিবাদী শাসকদের আকস্মিক হামলা আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন আগের মতো আলোচনা সম্ভব নয়। আলোচনা শুরু করতে হলে স্পষ্ট পূর্বশর্ত নির্ধারণ করতে হবে এবং সেগুলো পূরণ না হলে নতুন করে আলোচনা হবে না।”
এপ্রিল থেকে মে পর্যন্ত পাঁচ দফায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল ১৫ জুন। তবে এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় আলোচনার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
তেহরান জানিয়েছে, তারা আলোচনায় অংশ নিতে আপত্তি করে না, তবে সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “আলোচনার সময় ও স্থান নিয়ে এখনো ওয়াশিংটন ও তেহরান কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।”