26 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

কুবিতে জুলাই শহীদ দিবসে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কুবি প্রতিনিধি:

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী রক্তদান, স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। এ সময় তিনি বলেন, “শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের মাসব্যাপী আয়োজনের সূচনা করলাম, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।”

স্বাস্থ্যসেবা কার্যক্রমে ছিল ফ্রি রক্ত পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান। আয়োজনে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ ও ‘সন্ধানী–কুমেক ইউনিট’। পাশাপাশি সংগঠন ‘বন্ধু’র সদস্য সংগ্রহ কর্মসূচিও চলে সারাদিন।

একই দিন পরিবেশ রক্ষায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সহায়তা করে ‘অভয়ারণ্য’ ও ‘রোটার‌্যাক্ট ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। ইঞ্জিনিয়ারিং অনুষদের পাশে ৪-৫ একর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে রোপণ করা হয় ১০০টি গাছ।

উপ-উপাচার্য ড. মাসুদা কামাল বলেন, “শহীদদের স্মরণে আমরা দুটি কার্যক্রম নিয়েছি—সদকায়ে জারিয়া হিসেবে বৃক্ষরোপণ এবং মানবিকতা থেকে রক্তদান।”

‘বন্ধু’র সভাপতি মো. মহিউদ্দিন বলেন, “এই কর্মসূচি তরুণদের মধ্যে মানবিকতা, স্বাস্থ্য সচেতনতা এবং সমাজকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে।”

উল্লেখ্য, সরকার ১৬ জুলাইকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...