Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
পূর্ব ইরাকের ওয়াসিত প্রদেশের কুত শহরে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বুধবার রাতের এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো শহরে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাঁচতলা ভবনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কুতের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “আমরা ৫৯টি লাশ শনাক্ত করেছি। একটি মৃতদেহ এতটাই পুড়ে গেছে, শনাক্ত করা সম্ভব হয়নি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইপারমার্কেটের সঙ্গে থাকা একটি রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে। ওই সময় অনেক পরিবার রাতের খাবার খাচ্ছিলেন ও কেনাকাটা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অগ্নিদগ্ধ ভবনটিতে দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নেভাতে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, “এটি এক ভয়াবহ বিপর্যয়, এক অমানবিক ট্র্যাজেডি। বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।” তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানায়, শপিংমল ও ভবনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলমান।ঘটনার পরপরই তিন দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: রয়টার্স, আল জাজিরা