30.2 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫

বাকস্বাধীনতা সংকটে এল সালভাদর, মানবাধিকার সংগঠন ‘ক্রিস্টোসাল’ দেশ ছেড়েছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের কঠোর ক্ষমতা কুক্ষিগতকরণ ও সমালোচক দমনের নীতির কারণে মানবাধিকার সংগঠন ‘ক্রিস্টোসাল’ তাদের কার্যক্রম বন্ধ করে দেশ ছেড়ে গিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, নিরাপত্তার অভাবে তারা ২০ জন কর্মীকে সম্প্রতি এল সালভাদর থেকে সরিয়ে নিয়েছে। বর্তমানে শুধু একজন কর্মী দেশটিতে আছেন—রুথ লোপেজ, যিনি দুর্নীতির অভিযোগে মে মাস থেকে আটক রয়েছেন।

ক্রিস্টোসালের নির্বাহী পরিচালক নোয়া বুলক বলেন, ‘‘সরকার যখন আমাদের অপরাধী করার প্রস্তুতি নেয় এবং কোনো ন্যায়বিচার পাওয়ার সুযোগ থাকে না, তখন সেখানে কাজ চালানো সম্ভব নয়।’’

২০২২ সালের মার্চে জরুরি অবস্থা জারি করে বুকেলে সংবিধানিক অধিকার স্থগিত, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ ও বিচার ব্যবস্থার স্বাধীনতা ক্ষুণ্ন করেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি মানুষ এ অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

এপ্রিলে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুকেলেকে ‘‘অসাধারণ প্রেসিডেন্ট’’ বলে প্রশংসা করেন। দুই দেশের মধ্যে অভিবাসনবিষয়ক একটি চুক্তিও হয়েছে।

এদিকে নতুন আইনে বিদেশি অর্থায়নে চলা সংস্থাগুলোকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে নিবন্ধন করতে হচ্ছে এবং লেনদেনে ৩০ শতাংশ কর বসানো হয়েছে—যা কার্যত এনজিওদের অস্তিত্ব সংকটে ফেলেছে।

মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের একাংশ দেশ ছাড়ছেন। শুধু মে মাসেই প্রায় ৬০ জন অধিকারকর্মী ও ৪০ জন সাংবাদিক দেশ ত্যাগ করেছেন। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

আমিনা কাচালিয়ার প্রেমে পরে কেঁদেছিলেন নেলসন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক : নেলসন ম্যান্ডেলা একবার ঠাট্টা করে বলেছিলেন, "মেয়েরা যদি আমার দিকে তাকায় এবং আমার প্রতি আগ্রহ দেখায় তাহলে...