26 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

অসদাচরণের অভিযোগে বদলি পলাশের সমাজসেবা কর্মকর্তা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারকে অবশেষে বদলি করা হয়েছে।

১৫ জুলাই সমাজসেবা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নরসিংদী প্রবেশন কার্যালয়ে প্রবেশন অফিসার হিসেবে পদায়ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস।

তিনি জানান, প্রজ্ঞাপন অনুযায়ী রিজা আক্তারকে পলাশ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সরিয়ে প্রবেশন অফিসে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন বর্তমান প্রবেশন অফিসার মাসুম ভূঁইয়া।

রিজা আক্তার পলাশ উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসে। সেবা নিতে আসা সাধারণ মানুষ তাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে। একাধিক অভিযোগে তাকে অসদাচরণকারী ও হয়রানিকারী হিসেবে উল্লেখ করা হয়।

এমন অভিযোগ নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সমাজসেবা অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রশাসন তাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র বদলি করে।

সেবার জায়গায় দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এ ধরনের আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...