Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ককপিট রেকর্ডিংয়ে ধরা পড়া পাইলটদের কথোপকথন থেকে ধারণা করা হচ্ছে, ক্যাপ্টেন নিজেই ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ করেছিলেন। বিষয়টি তদন্তাধীন থাকায় নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সূত্র এ তথ্য জানায়।
রয়টার্সকে ওই সূত্র জানায়, বোয়িং ৭৮৭ বিমানের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট অফিসার জ্বালানি বন্ধ করার বিষয়ে ক্যাপ্টেনকে প্রশ্ন করেন এবং জ্বালানি চালু করার অনুরোধ জানান। তবে কে জ্বালানি সুইচ অফ করেছিলেন, তা নিশ্চিতভাবে ভিডিওতে ধরা পড়েনি। তবে কথোপকথনের ভিত্তিতে প্রাথমিকভাবে ক্যাপ্টেনকে দায়ী করা হচ্ছে।
গত ১২ জুন আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় বিমানের ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন ও মাটিতে থাকা আরও ১৯ জন নিহত হন। এটি বিগত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।
ভারতের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) জানায়, তদন্ত এখনও চলমান এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিভ্রান্তিকর ও অসমর্থিত তথ্য প্রচার করছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পরপরই দুই ইঞ্জিনের ফুয়েল সুইচ “রান” থেকে “কাটঅফ”-এ চলে যায়। পরে আবার তা “রান”-এ ফেরানো হলেও তখন বিমানের গতি ও উচ্চতা পুনরুদ্ধার সম্ভব হয়নি।