28.8 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ককপিট রেকর্ডিংয়ে রহস্য: জ্বালানি বন্ধের ইঙ্গিত ক্যাপ্টেনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

জুলাই মাসে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের ককপিট রেকর্ডিং থেকে জানা গেছে, ক্যাপ্টেন সাবরওয়াল হয়তো বিমানের ইঞ্জিনে জ্বালানির প্রবাহ বন্ধ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

ক্যাপ্টেন ভিরেন্দ্র সিংহ সাবরওয়াল বিমান চালনায় অভিজ্ঞতা সম্পন্ন একজন পাইলট। তার মোট ফ্লাইট সময় ১৫,৬৩৮ ঘণ্টার মধ্যে ৮,৫৯৬ ঘণ্টা বয়িং ৭৮৭ বিমানে উড়িয়েছেন। তিনি বোয়িং ৭৮৭, ৭৭৭ এবং এয়ারবাস এ৩১০সহ বিভিন্ন বিমানের ক্যাপ্টেন হিসেবে অনুমোদন পেয়েছেন। সাবরওয়াল নিজের পরিবারের কাছে বিমানবন্দরে ফোন দিয়ে লন্ডনে পৌঁছে আবার ফোন দেবার কথা জানিয়েছিলেন। যিনি তাকে সামান্য সময় দেখেছেন, তাকে ‘একজন ভদ্রলোক’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রথম সহকারী পাইলট ক্লাইভ কুন্ডার ৩২ বছর বয়সী। ২০২০ সালে তিনি বাণিজ্যিক পাইলট লাইসেন্স পেয়েছিলেন, যা ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৈধ। তিনি সেসনা ১৭২, পাইপার পিএ-৩৪ সেনেকা পাইলট এবং এয়ারবাস এ৩২০ ও বোয়িং ৭৮৭ সহ পাইলট হিসেবে অনুমোদন পেয়েছেন। তার মোট ফ্লাইট সময় ৩,৪০৩ ঘণ্টা, যার মধ্যে ১,১২৮ ঘণ্টা বোয়িং ৭৮৭ সহকারী পাইলট হিসেবে।

কুন্ডার ছোটবেলা থেকেই বিমানচালনা ভালোবাসতেন এবং ২০১২ সালে পাইলট হিসেবে কাজ শুরু করেন। ২০১৭ সালে তিনি এয়ার ইন্ডিয়াতে যোগ দেন। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...