Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ ৭৫ জনের নাম উল্লেখ করে মোট ৪০০–৫০০ জনকে আসামি করে মামলা রুজু করেছে পুলিশ।
জেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক আহম্মদ আলী বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগ অনুযায়ী, ১৬ জুলাই সকালে এসব সহিংসতা সংঘটিত হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়ে ৪৫ জনকে আটক করেছে।
দ্বিতীয় দফায় কারফিউ জারির ফলে গোপালগঞ্জে জীবনযাত্রা স্থবির হয়ে যায়, বিশেষ করে নিম্ন-আয়ের মানুষের দুর্দশার মাত্রা বেড়ে যায়। পাইককান্দির আটো চালক নিহার মৃধা বলেন, “দুটি ঘণ্টায় মাত্র ১০ টাকা আয় করেছি। বাড়ির চালও না পেলে করব কী?” শহরে অল্প সংখ্যক অটো, ভ্যান ও রিকসা চললেও, সক্রিয় পরিসেবা বন্ধের কারণে যাত্রাব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
দোকানপাট সীমিত আকারে খোলা ছিল, তবে মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। শহরের বিভিন্ন রুটে যৌথ বাহিনী টহল দিচ্ছে, আর সাধারণ মানুষ বিশেষ সতর্কতা নিয়েই চলাফেরা করছে।
সদর থানা অফিসার ইন-চার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, “৪৫ জনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।” মামলা ও অভিযুক্তদের মধ্যে কারো গ্রেফতার না হওয়া এ পর্যন্ত চলমান তদন্ত রয়েছে।
বিদ্যমান পরিস্থিতি আরও উন্নতির দিকে নিয়ে যেতে জনসাধারণের প্রতি সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন।