27.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

জেরোম পাওয়েলকে সরাতে চান ট্রাম্প, তবে আইন বড় বাধা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন। যদিও আইনি বিশেষজ্ঞরা বলছেন, এটি খুব একটা সম্ভব নয়।

সম্প্রতি রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, তিনি পাওয়েলকে সরানোর কথা ভেবেছেন। এমনকি একটি বরখাস্তপত্রের খসড়াও তিনি তাদের দেখান বলে নিউইয়র্ক টাইমস জানায়। তবে ট্রাম্প তা অস্বীকার করে বলেন, “আমি শুধু ধারণাটা তুলেছিলাম।”

ট্রাম্পের অভিযোগ, ফেডের সদরদপ্তরের ২.৭ বিলিয়ন ডলারের সংস্কার প্রকল্পে দুর্নীতি থাকতে পারে। কিন্তু ফেড জানিয়েছে, ব্যয় বেড়েছে ডিজাইন পরিবর্তন, মজুরি ও উপকরণের মূল্য বৃদ্ধি এবং অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে, যেমন অতিরিক্ত অ্যাসবেস্টস।

আইন অনুযায়ী, প্রেসিডেন্ট শুধু ‘কারণ দেখিয়ে’ ফেড চেয়ারকে বরখাস্ত করতে পারেন—যেমন অযোগ্যতা, দায়িত্বে অবহেলা বা দুর্নীতি। তবে সংস্কার ব্যয়ের অতিরিক্ততা এসবের কোনোটি নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পাওয়েল, যাকে ট্রাম্পই ২০১৭ সালে নিয়োগ দিয়েছিলেন, ২০২6 সালের মে পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “আইন অনুযায়ী প্রেসিডেন্ট আমাকে সরাতে পারেন না।”

বিশেষজ্ঞদের মতে, যদি ট্রাম্প তাকে সরাতে উদ্যোগ নেন, তবে তা আদালতে গড়াবে এবং বিষয়টি হয়ে উঠবে নজিরবিহীন এক সাংবিধানিক লড়াই। সূত্র: আল জাজিরা,

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ডেথ সেলে’ ইমরান খান, দেখা করতে পারছেন না স্বজনরাও: পিটিআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ...