Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ভোলায় শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোলা খেয়াঘাট ব্রিজ থেকে শুরু হয়ে ম্যারাথনটি শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে।
পাঁচ কিলোমিটার দীর্ঘ এই প্রতীকী ম্যারাথনে বিভিন্ন বয়সের মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের অংশগ্রহণ অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আহতদের পরিবারের সদস্যরা।
ম্যারাথন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ১৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, শহীদদের স্মরণে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।