Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির দাবি, আইনজীবী ও নিকট আত্মীয়দের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না তাকে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এ অভিযোগ করেন। তিনি বলেন, “ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে। তাকে পত্রিকা, টেলিভিশন বা বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি আদালতের আদেশ থাকা সত্ত্বেও নির্ধারিত ব্যক্তিদের সঙ্গেও তার দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না।”
আকরাম আরও বলেন, “এটি এক ধরনের মানসিক নির্যাতন ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এমন আচরণ শুধু আদালত অবমাননাই নয়, বিচারব্যবস্থার প্রতি উপহাসও।”
তিনি অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খান পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না।
সংবাদ সম্মেলনে আকরাম আরও বলেন, কারাগারে থাকা পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা গুরুতর।
অর্থনৈতিক ইস্যুতে বর্তমান সরকারকে দায়ী করে তিনি বলেন, “গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে। যেখানে পিটিআই সরকারের আমলে তা বেড়েছিল মাত্র ৫১ রুপি।”