33.9 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫

সুইদা নিয়ে সিরিয়া-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতি, সীমিত প্রবেশাধিকার পেল সিরিয়ার সেনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশের সমর্থনে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসা কর্মীও রয়েছেন। জাতিসংঘ বলছে, সংঘর্ষে বহু লোককে নির্বিচারে হত্যা ও অপহরণ করা হয়েছে।

ইসরায়েল গত বুধবার দামেস্কে বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীকে টার্গেট করে, যেখানে ইসরায়েল দাবি করে— তারা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করছে। যদিও ইসরায়েল শুরুতে দক্ষিণে সিরিয়ার সেনা মোতায়েনের বিরুদ্ধে অবস্থান নেয়, শুক্রবার তারা ৪৮ ঘণ্টার জন্য সীমিত প্রবেশের অনুমতি দেয়।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ বলেছেন, ইসরায়েল দেশের ভেতরে বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

এদিকে, খাদ্য, জ্বালানি ও বিদ্যুৎ সংকটে পড়া সুইদার বাসিন্দারা মানবিক সহায়তা দাবি করছেন। জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা সংঘর্ষরত সব পক্ষকে সহায়তা প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

খেলাধুলা ডেস্ক : স্যাবাইনা পার্কে অভিষেকেই বাজিমাত করলেন মিচেল ওয়েন। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিনি হয়ে উঠলেন ম্যাচের নায়ক। ক্যামেরন...