Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের বড় ইলিশ মাছটি বিক্রি হয়েছে ৬,৮৪০ টাকায়। শনিবার ভোরের দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকা থেকে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ।
মাছটি ধরা পড়েছিল শুক্রবার রাতের দিকে দৌলতদিয়ার বাহিরচর এলাকায় জেলে হারুন হালদারের জালে। হারুন জানান, তিনি এবং তার সঙ্গীরা পদ্মা-যমুনা মোহনায় মাছ ধরতে যান এবং জাল ফেলেন। ভোরে জাল তুলে বড় ইলিশ দেখতে পেয়ে তারা খুবই আনন্দিত হন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বলেন, মাছটি তিনি ৩,৮০০ টাকায় কিনে অনলাইনের মাধ্যমে ময়মনসিংহের একজন ক্রেতার কাছে বিক্রি করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় ইলিশ মাছ ধরা পড়ছে যা মৎস্যশিল্পের জন্য আশার খবর। তিনি আশা প্রকাশ করেন, এসব মাছের ধরা পড়া মৎস্যজীবীদের আয় বাড়াবে এবং ইলিশের মজুতও বাড়বে।
বড় ইলিশের বাজারে এ দাম সাধারণের জন্য চমকপ্রদ হলেও নদীতে মাছের প্রাচুর্য আগামি দিনগুলোর জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, ঈদের আগে মাছের মূল্যবৃদ্ধির কারণে লোকজনের মাঝে মাছের দাম নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। নদীতে বড় মাছ ধরা পড়া ইঙ্গিত দিচ্ছে বাজারে মাছের সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে।