30.2 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫

পরিবেশের উন্নয়ন এক প্রজন্মের লড়াইয়ে সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা হাসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশ রক্ষা সম্ভব নয়। পরিবেশ রক্ষায় আমাদের কয়েকটি প্রজন্মকে সচেতনভাবে যুক্ত করতে হবে।”

শনিবার সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পরিবেশ রক্ষায় এখন থেকেই মূল্যবোধ গড়ে তুলতে হবে। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে তাদেরকে এই আন্দোলনের অংশ করতে হবে।” এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব স্থানে শিক্ষা সফরের আয়োজন করার পরামর্শ দেন এবং বন বিভাগকে আরও পরিবেশবান্ধব রিসোর্ট গড়ার নির্দেশনা দেন।

উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, “পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহারে মানুষকে অভ্যস্ত করতে হবে। শব্দদূষণ রোধেও আমাদের সচেতনতা প্রয়োজন। অপ্রয়োজনে হর্ন বাজানো যেমন দৃষ্টিকটু, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর।”

তিনি পরিবেশ বিষয়ে সচেতনতা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই লড়াই সবাইকে একসঙ্গে লড়তে হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক আঁকা চিত্র প্রদর্শন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমিনা কাচালিয়ার প্রেমে পরে কেঁদেছিলেন নেলসন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক : নেলসন ম্যান্ডেলা একবার ঠাট্টা করে বলেছিলেন, "মেয়েরা যদি আমার দিকে তাকায় এবং আমার প্রতি আগ্রহ দেখায় তাহলে...