29.5 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

কোম্পানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু শিক্ষার্থী নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে চরএলাহী ও চরফকিরা ইউনিয়নে।

নিহতরা হলেন—চরএলাহীর জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন তামিম (৮) ও চরফকিরার আব্দুর রশিদ মাঝির বাড়ির মো. ওয়াসিমের ছেলে ইয়াসিন (৭)। তামিম স্থানীয় গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির এবং ইয়াসিন মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ দিন আগে তামিম তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সকালে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার সময় সড়ক পার হওয়ার মুহূর্তে আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, স্থানীয়দের অভিযোগ—উপজেলায় লাইসেন্সবিহীন ও বেপরোয়া ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্যে দুর্ঘটনা বেড়েই চলেছে। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন তারা।

- Advertisement -spot_img
সর্বশেষ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা...